ব্যথা পেতে ভুলে গেছি হৃদয় বিকল,
আধাঁরের ঘনঘটা আলোর অভাব।
বালুচরে গেঁথে গেছে চরণ কমল,
যা ঘটুক অন্ধ মনে পড়ে না প্রভাব।


মানুষের মন সব শুষ্ক বিরাবান,
তৃষিত হৃদয় খোঁজে সুশীতল জল।
উঠুক দারুণ বেগে প্রলয় তুফান,
ধুয়ে মুছে হোক ধরা দারুণ সজল।


লুপ্ত হোক শ্বাপদের নষ্ট আচরণ,
প্লাবিত ধরার বুকে ফুটুক কুসুম।
মূক মুখে ফিরে পাক ভাষা প্রস্রবণ,
বিকল হৃদয় হোক সচকিত ভূম।


পৃথিবী উঠুক ভরে নতুন আশায়,
হৃদয় উঠুক জেগে আলোর ভাষায়।


২৩/১০/২০২০ ইং


(শেক্সপিয়রীয় সনেট)


বিরাবান--মরুভূমি,