জানলা খুলে দেখ না চেয়ে বইছে হাওয়া খুব,
মিঠেল রোদ্দুর গায়ে মেখে দিচ্ছে দোয়েল ডুব।
বদ্ধ ঘরে কেন থাকিস? ভোরের হাওয়া বয়,
আয় না ধেয়ে দেখ না চেয়ে জগৎ আলোময়।


তোরা নবীন স্বপ্ন রঙিন নে রে চিনে সব,
ভালো করে নে চিনে নে দুষ্টলোকের রব।
আঁধার ভরা এই ভুবনে সূর্য হয়ে জ্বল,
তোরাই পারিস দুখি লোকের হতে গায়ের বল।


সত্য-ন্যায়ের পথ ধরে আয় মন্দ করে দূর,
তোরাই পারিস হতে সবার আশার সমুদ্দুর।
ষণ্ড-ভণ্ড-নষ্ট লোক সব সামাজ গাত্রের শির,
তোরাই পারিস উপড়ে ফেলে গড়তে সুখের নীড়।


ক্ষমতার ওই উচ্চাসনে বসে যারা থির,
হিংসা-ঘৃণার বিষ ছড়িয়ে সেজে আছে বীর।
ওরে সবুজ! তোরাই পারিস ধরতে ওদের ঘাড়,
নর্দমার ওই পাঁকে ওদের চুবনি দিয়ে মার।


সূর্যস্নাত হয়ে তোরা গায়ে বাড়া তেজ,
অন্ধকারে কেন থাকবি হয়ে ভূতের লেজ?
উঠবি তোরা পাহাড় চূড়ায় করবি সিন্ধু জয়,
তোদের দেখে সকল লোকের কেটে যাবে ভয়।


তোদের আশায় পথের পানে চেয়ে কাটে রাত,
বজ্র হয়ে আলো জ্বেলে কর না বাজিমাত!
ওরে রুদ্র! হয়ে তোরা কাল বৈশাখী ঝড়,
আঁধার, ধুলো উড়িয়ে নিয়ে আলোয় জগৎ ভর।


২৯/০৪/২০২১ ইং