তোমার উপস্থিতি যেন এক পেয়ালা গরম চা
নিমেষে দূর করে দেয় সমস্ত ক্লান্তি আর অবসাদ
দেহ-মনে আনে ভোরের সজীব সতেজতা
ঝিমিয়ে পড়া হৃদয়ে আনে ফাগুনের ফাগ
জেগে ওঠে হৃদয়ে অনন্ত সোহাগ
থমকে দাঁড়ায় অস্তগামী সূর্য
ছড়ায় আবির গুলাব


তোমার অনুপস্থিতি যেন বিমর্ষ বিকেল
ভোরের আগমনী বার্তায় শোনায় সন্ধ্যার গান
থেমে যায় ভালোলাগা পাখির কুজন


তুমিই আমার সূর্য, রামধনু রঙ
সকালের সোনা রোদ
তোমার গোলাপ ঠোঁটে রামধনু হাসি
সুখে-দুখে-হাসি-গানে আমি ভালোবাসি


আছো পাশে, থাকো কাছে আজীবন কাল
আঁধার রাতের যষ্টি তুমি, তুমিই আমার সকাল--


০৯/১০/২০২১ ইং