দুর্ভাগ্যজনক এবং অনাকাঙ্ক্ষিত ভাবে
একাধিক পুরুষের জীবনসঙ্গিনী হয়েছিলাম আমি। জীবনসঙ্গিনী করতে ইচ্ছুক ছিল আরো অনেকে।
আমার সৌভাগ্য দেবী হাসেনি--
ক্ষণিকের মোহ ত্যাগ করে সবাই চলে গেছে।
আকাশের মতো বড়ো একা আমি--
আমার আকাশে চাঁদ, তারা সবই আছে
তবুও আমি একা--


পরিনত বয়সে এসে বুঝতে পেরেছি--
ভালোবেসে কেউ আসেনি আমার জীবনে।
আমার মধ্যে যে আগুন রয়েছে
ওরা এসেছিল তার উত্তাপ নিতে।
আগুনে হাত দিলে হাত ঝলসে যায়--
কিন্তু মানুষ তার উত্তাপ টুকু পেতে চায়।
তেমনি আমার সৃষ্টিশীলতার আগুন,
মিথ্যা ও অন্যায়ের বিরুদ্ধে জ্বলে ওঠার আগুন,
নারী হয়ে স্বাধীন চেতনার আগুন
সহ্য করতে পারেনি ওরা--
ঝলসে যাওয়ার আগেই ছেড়ে গেছে।


পুরুষ মাত্রই চায়--
ভোগ সর্বস্ব একজন নারী,
তাকে যেভাবে খুশি ব্যবহার করতে চায়,
আমার পক্ষে তেমনটি হওয়া সম্ভব ছিল না।


আজ আমি বিষন্ন! বিপর্যস্ত! বড়ো একা--!
স্বজন, বন্ধু কারো সাথে নেই কোন দেখা--
মনে এসে হানা দেয় হারানো দিনের স্মৃতি--
কারো হাত ধরে শিশিরসিক্ত দূর্বাঘাস
মাড়িয়ে দিতে মন চায় আমারও--
আমারও সাধ জাগে রূপালী জোছনায়
কারো হাতে হাত রেখে মুখোমুখি বসে
নির্বাক সংলাপে কিছু মুহূর্ত কাটাতে--
সাধ জাগে রক্তরাঙা গোধূলিতে
সমুদ্রের নীল জলরাশিতে সূর্যাস্ত দেখতে--
সাধ জাগে কচি মুখের মা--মা--ডাক শুনতে--


১৯/১১/২০২০ ইং


(অতি পরিচিত কারো জীবন চরিত আঁকার চেষ্টা করেছি। দেখুন তো বলতে পারেন কিনা?)