জাত-পাত, বর্ণ প্রথা জগতের কালো,
আঁধারের বুক চিরে বিচ্ছুরিত আলো,
আম্বেদকর নাম ধরে ধরায় প্রকট,
হিংসা, ঘৃণা, অবহেলা সয়ে হয় বট।
ভারতের সংবিধান রচে নিজ জ্ঞানে,
আসমুদ্রহিমাচলে কেহ নাহি জানে,
কীভাবে রচিত হয় দেশের বিধান!
আম্বেদকর একমাত্র ইহার নিদান।


ভারত ব্যাপিয়া আছে নানা জাত-পাত,
আনাচে-কানাচে নানা ধর্মের উৎপাত।
সেই দেশে সকলেরে মিলানোর ব্রত,
আম্বেদকর ছাড়া কারো ছিল জ্ঞান অত?


নিজ জ্ঞানে নিজ মানে রচিয়া বিধান,
আম্বেদকর এ ভারতে আজ মহীয়ান।


২০/০৯/২০২০ ইং