জেগে ওঠ্ হে ভারতবাসী খাড়া করে শির,
বহিঃশত্রুর নিপীড়ন আর সইবো কত বীর?
সাড়ে সাতশ বছর দাপায় আমার বুকের 'পর,
সইতে আমি পারবো না আর অস্ত্র তোরা ধর।
আমার শোভা কোহিনুর ওই ব্রিটিশ মুণ্ডে শোভে,
কত শত্রু ঘুরে আজো আমার সম্পদ লোভে।
ত্যাগ কর তোরা বর্ণপ্রথা বিভেদ অনাচার,
ঐক্য মূলে সখ্য গড়ে শত্রু এবার মার।


আমার সন্তান ভারতবাসী মেরুদণ্ডহীন?
নিরস্ত্রকে হত্যা করে নপুংসক ওই চীন!
পূর্বে শত্রু ধ্বংস করলো কৃষ্টি কালচার ধন,
এখন শত্রু চেষ্টা করছে ভাঙতে তোদের মন।
আমার সন্তান ভারতবাসী হাতে হাতে ধর,
মৃত্যু এলে শত্রু মেরে মৃত্যুকে জয় কর।
ভোগ বিলাসে ব্যস্ত ছিল আমার সন্তান আগে
তাদের মেরে বহিঃশত্রু নিল আমায় বাগে।


এখন তোরা নয়তো ভীরু নয়তো হীনবল,
মোকাবেলা করতে আছে শক্ত সান্ত্রিদল।
দুর্গা মায়ের সন্তান তোরা ভয় কেন আর করিস?
অস্ত্রহাতে মায়ের মতো দুঃসাহসে লড়িস।
ঘরের শত্রু বিভীষণদের ধরে ধরে মার,
বিদেশিদের প্রেতাত্মাদের দিবি না আর ছাড়।
বহিঃশত্রুর চেয়ে ওরা দেশের শত্রু অতি,
অরির সাথে যুঝার আগে করতো ওদের গতি।


এবার শত্রু সুযোগ পেলে ভাঙবে তোদের ঘাড়,
উঠতে যাতে না পারিস আর মারবে এমন মার।
প্রবল শত্রু প্রতিবেশী লুকিয়ে ঢোকে ঘরে,
আমার কিছু সন্তান ওদের বন্ধু মনে করে।
চোরকে শিক্ষা দেয়ার বিদ্যা রামের কাছে শেখ,
চোরকে মেরে মনের সুখে নিবি তোরা ভেক।
মায়ের সম্মান রক্ষার জন্য চিন্তা যাদের নাই,
তাদের তোরা কোনদিনই ভাবিস না আর ভাই।


আমি ভারত যুদ্ধ চাইনা শান্তি সদাই চাই,
শত্রু কখন আঘাত করবে ভাবি শুধু তাই।
আত্মরক্ষা, দেশকে রক্ষা জানবি সবাই ধর্ম,
শত্রুর সাথে লড়ার জন্য প্রস্তুত থাকাই কর্ম।
কাপুরুষ আর অলস জাতি হারায় স্বাধীনতা,
বীরের ভাগ্যে বসুন্ধরা নয়তো অধীনতা।
আমি ভারত বলছি তোদের অস্ত্র হাতে ধর,
আপন হাতে শত্রু মেরে সোনার ভারত গড়।


২৯/০৮/২০২০ ইং