বানের জলের মতো বেরিয়ে পড়েছে মানুষ
যেন পিলপিল করে হেঁটে চলা পিঁপড়ের সারি
তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে করোনাকে
অবিমৃষ্যকারী বাঙালির এটা চিরন্তন রোগ
উৎসবের নামে উচ্চিংড়ে উন্মাদনা
আপত্তি ছিল না তাতেও
আপত্তি বিজাতীয় সংস্কৃতির উৎকট উদ্দামতায়
কষ্ট হয় নিজেদের কৃষ্টি বা সংস্কৃতিকে জলাঞ্জলি দিয়ে স্বেচ্ছায় পচা নর্দমায় ডুব দেয়া দেখে
নারীর যে শাশ্বত রূপ চোখের সামনে ভাসে
তা হারিয়ে গেছে স্বেচ্ছাচারী পোশাকের উদ্দাম উন্মাদনার উশৃঙ্খল হাওয়ায়
পথে-ঘাটে বের হলেই অবাক হই
কিছু কিছু নারীর পোশাক দেখলেই
পচা ফিনালের গন্ধ আসে নাকে
অকারণে বমি পায়
অনূর্ধ্ব আঠারো বয়সি মেয়েদের ছোট-খাটো
পোশাক হয়তো মানা যায়
কিন্তু বুড়ি বুড়ি ধাড়ি--!
সাত সন্তানের জননীর অর্ধনগ্ন পোশাক কি মেনে নেয়া যায়?
যেন ওরা সবাই চলন্ত বিত্তশালী বারাঙ্গনা
প্রচার করছে খদ্দের ধরার আদিম কৌশল
আধুনিকতার নামে এ কেমন কদর্যতা!?
আর না মানতে পারলেই বুঝি আমি সেকেলে?
আমরা কি ফিরে যাচ্ছি আদিম অকৃত্রিম সভ্যতায়?
যারা আমাদের গর্ভধারিণী মা
ঔরাসজাত দারিকা
আদৃত সহোদরা ভগিনী
কিংবা সোহাগের অর্ধাঙ্গিনী
শ্রদ্ধা এবং স্নেহের সেই জায়গায় ওদের কি ভাবা যায়?
ভাবতে লজ্জা হয়
ওদের বেহায়া নির্লজ্জতা দেখে লজ্জা পায় পশুরাও
ছিঃ ছিঃ--


১৩/১০/২০২১ ইং