যেখানে তিনি ছিলেন না
সেখানে তাঁকে খোঁজে কিছু বুদ্ধিমান মানুষ
আর না দেখে প্রজ্জ্বলিত অগ্নি শিখার মতো
জ্ঞানের শিখা উদগীরণ করে উল্লাসে ফেটে পড়ে,
বিদ্রুপ করে, ব্যঙ্গাত্মক হাসি হাসে--
আর যেখানে তাদের নিজেদের উপস্থিতি ছিল
ঢল ঢল যৌবনবতী স্রোতস্বিনীর মতো,
সেখানে তারা চৈত্রের নিদাঘে পোড়া
লতাগুল্ম, দূর্বাঘাসের মতো নেই হয়ে গেল,
হয়ে গেল অশ্ব ডিম্ব--
সেদিকে খেয়াল-ই নেই,
নেই কোনো খেদ,
কী অপূর্ব চেতনাবোধ--!!


ভদ্রস্থ কারো কাপড় খোলার ব্যর্থ চেষ্টায়
উল্লাসে ফেটে পড়ে,
কাউকে আঘাত করার চেষ্টার আনন্দে উদ্বেলিত,
নিজে যে বিবস্ত্র সেটা মনেই থাকে না--
অদ্ভুত ভঙ্গিমায় তৃপ্তির ঢেকুর তোলে--
এমন লোকদের জন্য করুণা হয়--


স্রষ্টার কাছে প্রার্থনা--
ওনাদের সুমতি দাও--
বিষণ্ণ মনে এনে দাও


এক টুকরো "অনাবিল শান্তি--"


০৩/০৫/২০২১ ইং