শিক্ষা জাতির মেরুদণ্ড
সব মানুষে কয়,
শিক্ষাগুরু শিক্ষা দিয়ে
আঁধার করে জয়।


তাদের গলায় জুতোর মালা
পরায় যেসব গরু,
গাধার পিঠে সওয়ার তারা
হৃদয় তাদের মরু।


ভাবতে ভীষণ অবাক লাগে
আমরা নাকি মানুষ!
অত্যাধুনিক বিষের ছোঁয়ায়
হারিয়েছি জ্ঞান হুঁশ।


এসব কাণ্ড করে যারা,
যারা থাকে চুপ,
তারা সবাই নর্দমার কিট
পশুর সমরূপ।


সমাজ দেহের জমাট আঁধার
দূর করে দেয় যারা,
তাদের দেহে আঘাত করে
কোন সে পশু তারা?


মনের থেকে ওদের জানাই
অনন্ত ধিক্কার!
জেগে ওঠো যাদের মনে
আসেনি বিকার।


২৯/০৬/২০২২ ইং