এ তো হাসি নয়, যেন জোছনার ঢল!
নিরবধি বয়ে চলা নদী কল কল।
জননীর কোলে চড়ে শিউলির মত
সুগন্ধ ছাড়ানো হাসি হাসে অবিরত।
শিরে থাকা টুপিখানি বাড়িয়েছে শোভা,
বিটপীর ছায়াতলে কী যে মনোলোভা!
বিস্ময় মাখানো আঁখি অপলক দৃষ্টি,
অনাবিল আনন্দের যেন সুখ বৃষ্টি।


অনিন্দিতা, অপরূপা ছোট্ট সোনামণি,
তোমার এ হাসিটুকু যেন স্বর্ণখনি।
কন্টকিত পৃথিবীর বাধা বিঘ্ন ঠেলে,
নিজেকে প্রস্তুত করো সুখে হেসে খেলে।
সুশিক্ষার আলো জ্বেলে তমা করো দূর,
সবারে বিলিয়ে দাও হাসি সুমধুর।


৩০/০৮/২০২২ ইং