দেখেছিলাম তোমায় আমি
                    শিউলি গাছের নিচে,
সদ্যস্নাত কুন্তল রাশি
          রাঙা ঠোঁটে মধুর হাসি
                    আলতা পরা পায়ে।
ভোরের নবীন সূর্যালোকে
                    সবুজ-শ্যামল গাঁয়ে।
চমকে উঠলে তড়িৎ বেগে
                    আমায় দেখে পিছে।


তুলছিলে ফুল যত্ন করে
          নীহার বিন্দু দূর্বা পরে
                    করছিল টলমল,
কর্ণকুণ্ডল তোমার কর্ণে
                    করছিল জ্বলজ্বল।


সেই স্মৃতিটা মন আঙিনায়
          ধরা দিলো আজ জোছোনায়
                    সিন্ধুপারের বিচে।
দেখেছিলাম তোমায় আমি
                    শিউলি গাছের নিচে।


একে একে মাস পেরিয়ে
                    বছর গেল ঝরে,
তোমায় দেখি আনমনে আজ
                    হাঁটতে বিচের পরে।


সেদিনের সেই মৃদু হাসি
          আমার বুকে বাজায় বাঁশি
                    অহর্নিশি ধরে,
তুমি এখন সুখেই আছো
                    অন্য কারো ঘরে।


০৬/০৭/২০২১ ইং