--বুদ্ধি বিভ্রাট--
                  
মানুষ বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব
স্রষ্টার শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ
বুদ্ধির জোরে মানুষ ঠকায় মানুষকে
এমনকি পশুকেও
নিজেকে ভাবে অত্যন্ত চালাক এবং বুদ্ধিমান
এমন অনেক বুদ্ধিমান মানুষ রয়েছে যারা গরুকে বঞ্চিত করে গরুর খাদ্য অর্থাৎ- ঘাস খায়
নিচে নামতে নামতে তারা এতটাই নিচে নেমে যায় যে বুঝতে পারে না, তারা হয়ে যায় চতুষ্পদী জীব।
অর্থাৎ- গরু--
স্রষ্টা হাসেন
নির্লজ্জতা দেখে, আমি পাই লজ্জা--


                 --ধর্মান্ধতা--
                    
কিছু ধর্মান্ধ মানুষ অন্যকে ছোট করার জন্য
সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়ানোর জন্য
নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করে
হয়তো সাময়িক সাফল্য লাভ করেও বটে
কিন্তু চূড়ান্ত ক্ষতিটা  হবে নিজেরই
যে বা যারা নিজেকে স্রষ্টার বান্দা মনে করে অপকর্ম করে, গুণ্ডামি-ভণ্ডামি আর ষণ্ডামি করে
স্রষ্টাই তাদের মাথাটা ছেটে দেবেন


স্রষ্টা সর্বশক্তিমান এবং সর্বদর্শী
তার বিচারের ধারা বোঝার ক্ষমতা মূর্খ মানবের নেই--


১৭/১০/২০১ ইং