তোমার চরণে প্রভু দিও করে ঠাঁই,
তুমি ছাড়া এ জগতে কোন গতি নাই।
আমিত্বের অন্ধকারে অহমিকা চাষ,
অপরে ঠকিয়ে থাকি সুখে বারো মাস।
দিশেহারা অধমের মাফ করো পাপ,
বুকের অলিন্দে আজ বড়ো অনুতাপ।
তোমার করুণা ছাড়া চলে না চরণ,
জানি না কখন আসে ঘাতক মরণ।


জন্ম থেকে মৃত্যুবধি ক্ষণিক সময়,
অনন্ত অসীম বিশ্বে যেন ধূলিময়।
আমার আমিতে থেকে কেটে যায় কাল,
বুঝি না তোমার কৃপা কত যে বিশাল।
অভাগার মনে এসে করো বসবাস,
কখনো না করি যেন কারো সর্বনাশ।


০৯/০৯/২০২১ ইং


(প্রার্থনা)