সত্যি কথা বলতে আমরা ভয়তে মরি
চোরকে বলি চাচা।
নিজের ঘাড়ে বিপদ এলে হাপিত্যেশে
বলি ধাতা বাঁচা।


চোরের ভয়ে মুখ লুকিয়ে থাকবে কত?
পারবে তাতে বাঁচতে?
ভীতু লোকের মাথায় ওঠে দুর্মদেরা
মনের সুখে নাচতে!


বাঁচতে হলে কলম ধরো সূর্য তেজে
হানো কঠোর আঘাত,
বাঁচবে নিজে, বাঁচবে স্বদেশ। মুষ্টাঘাতে
ভাঙো চোরের সব দাঁত।


স্বার্থ নিশান উড়ছে দেখো পালতোলা নায়
দুষ্ট লোকের হাতে,
অহর্নিশি কাঁদছে স্বদেশ কুজ্ঝটিকায়
মরছে মানুষ ভাতে।


স্বার্থের লোভে চুপ যদি রই ‌তুমি আমি  
ডুববে স্বদেশ আমার,
আসবে যারা উত্তর পুরুষ ভবিষ্যতে
বলবে রেগে চামার!


চর্মকারের বর্ম যদি পরতে না চাও
আওয়াজ তোলো জোরে,
বাজবে ভেরি সঙ্খ নাদে, চোরের দলে
বলবে গেছি, ওরে!!


১৪/০৮/২০২২ ইং