বিবেকের যাঁতাকলে কত লোকে পিষ্ট,
বিবেক নেই যাদের-  তারা ভদ্র, শিষ্ট।
সমাজের অলিগলি, রাষ্ট্রের ক্ষমতা
ভ্রষ্টাচার পশুদের; নেই যে সমতা।


মেরে দাও খেয়ে যায়-  সাধারণে ভয়ে
মুখে তালা এঁটে থাকে জালিমের জয়ে।
আর কত এভাবেই ঠকে যাবে বোকা?
দুর্জনে-  দুর্বলে শুধু, দিয়ে যাবে ধোঁকা!!


আজো যারা সুখে বসে রয়েছে নিশ্চুপ,
অন্ধ-কালা-বোবা সেজে জ্বালে গন্ধ ধূপ।
দুর্বৃত্তের দুঃশাসনে অচিরেই তারা,
অন্ধত্বের অভিশাপে হবে দিশাহারা।


ধ্বংসের নিশান ওড়ে চেয়ে দেখো সবে,
মনুষ্যত্ব চাষ হলে ধরা বেঁচে রবে।


২৪/০৭/২০২১ ইং