ছুঁড়েছিলে তুমি বিষে ভরা বাণ গিয়েছিল মন পুড়ে,
হৃদয় দোলানো ভালোবাসা সব গিয়েছিল ব্যোমে উড়ে।
রামধনু হতে সাত রঙ এনে প্রলেপ দিয়েছি ক্ষতে,
শান্তিরা আজ মিছিলে নেমেছে হাসিছে হাসিরা শতে।


শরের আঘাত এতো ভালো লাগে বুঝিনি কখনো আগে,
দুঃখরা সব সারি বেঁধে বেঁধে গোপনে, নীরবে ভাগে।
দখিনা সমীর মনের বাগানে দোলা দিয়ে যায় আজ,
দামিনী এখন আগের মতন ফেলেনা মাথায় বাজ।


সুখ নামধারী পাখিগুলো সব এতদিন ছিল দূরে,
তোমার কারণে প্রতিদিন তারা চারদিকে যেতো ঘুরে।
সাজানো বাগান বহুদিন ধরে শূন্য ছিল যে পড়ে,
পুষ্পকলিরা অকারণে শুধু পড়তো অকালে ঝরে।


এখন বুঝেছি প্রকৃতিও ছিল তোমার কারণে রোষে,
আবার সেথায় ফুটেছে প্রসূন পাখিরা গাইছে জোসে।
পাখির কাকলি, ফুলের সুবাসে হৃদয়ে জেগেছে সুর,
ভুলে গেছি আমি তোমার আঘাত দুঃখরা আজ দূর।


মেখেছি হৃদয়ে জোছনার আলো ভোরের সোনালি হাসি,
ব্যথার পাহাড় সরে গেছে আজ হৃদয়ে বাজছে বাঁশি।
ভোরের শিশির, মাটির গন্ধ হৃদয়ে দিচ্ছে দোলা,
রেখেছি মনের বন্ধ দুয়ার আকাশের মতো খোলা।


এ ধরার মাঝে এতো সুখ আছে বুঝিনি তো আমি আগে!!
আরো আগে কেন গেলেনা তুমি হে অভিমানে, অনুরাগে!!


১২/১২/২০২০ ইং