বর্ষার মতো নিরুদ্বিগ্ন
আমার টিনা মা,
অকারণে রাগ করেছে
মুখেতে নেই রা।


বুদ্ধিতে সে শ্রেষ্ঠ অতি
অভিমানটা খুব,
পরিস্থিতি না বুঝে দেয়
নিজ ভুবনে ডুব।


মামার আশায় ওর বুকেতে
বইছে ব্যথার বান,
স্বপ্ন পূরণ হয় না বলে
মন করে আনচান।


নাছোড়বান্দা করোনা তুই
যাবি কবে বল?
বুকের জ্বালা বাড়াতে আর
করিস না রে ছল।


সাপের মতো তোর ছোবলে
মরছে মানুষ রোজ,
মন ভাঙা মা টিনা আমার
নিচ্ছ না তো খোঁজ।


লক্ষ্মী সোনা, টিনামণি
খোল রে মনের দোর,
দুঃসময়ের আঁধার কেটে
আসবে আলোর ভোর।


১৯/০৬/২০২১ ইং