চারিদিকে উল্লসিত শিয়াল শকুন,
এরা যেন নিরুদ্বিগ্ন মাথার উকুন।
যার খায়, যার পরে তাকে কামড়ায়,
ছটফট করলেই বড় মজা পায়।


করোনার মায়াজালে অগণিত লাশ,
বাড়ে শিয়াল শকুনের জয় উল্লাস।
খুবলে খুবলে তারা শবদেহ খায়,
নিষ্ঠুরতা দেখে অর্ধমৃতরা ডরায়।


ভাগাড় পরিপূর্ণ শিয়াল ও শকুনে,
চাল-ডাল ভাগ করে মিলে দুই জনে।
রেশনে দুর্নীতি, চলে স্বজন-পোষণ,
গরিবে ভুখাই থাকে ধনীর লেহন।


ভদ্র মানুষেরা থাকেন ভদ্র পাড়ায়,
শকুন শিয়াল দেখে ভয়েতে ডরায়।
অকাজে কুকাজে সেরা এই দুই বীর,
নানা বাড়ি হানা দিয়ে খায় ননী, ক্ষীর।


প্রেম, প্রীতি, ভালোবাসা বুঝেনা শকুন,
খাদকের স্বাভাবেতে অতীব নিপুণ।
ধূর্ততায় শিয়ালের আছে সম কেবা?
জনদরদি সাজেন, নাহি করে সেবা।

ভাসবে শিয়াল শকুন দ্রোহের তোড়ে,
আসবে সুদিন ফিরে ভালোবাসা ধরে।


০৪/০৭/২০২০ ইং।