জামাই যাবে শ্বশুর বাড়ি
খেতে মজার ষষ্ঠী ভোজ,
বউকে বলে বাপ-মা তোমার
নিচ্ছে না তো কোন খোঁজ।


কিনে দিলাম তোমায় শাড়ি
যাবে বাপের বাড়ি,
আমি কিনলাম শেরওয়ানি
মিষ্টি দু-তিন হাড়ি।


আগামীকাল জামাই ষষ্ঠী
এলো না তো খবর,
শ্বশুর বাড়ির খাবার লোভে
খিদে পেটে জবর।


ফি-বছরে বিশাল আদর
ভূরিভোজের মস্ত হাট,
সেই লোভেতে খিদের জ্বালায়
জ্বলছে আমার গড়ের মাঠ।


গিন্নি বলে, রাগ করো না
করোনার এ দিনে,
বাবার পকেট দিচ্ছে হামা
চড়া সুদের ঋণে।


জামাই বলে, আমার পকেট
করলে কেন ফাঁকা?
এ খবরটা আগে বললে
খসতো না তো টাকা।


তোমরা বাপে-মায়ে-ঝিয়ে
দিলে আমায় দারুণ বাঁশ,
আসছে বছর আমিও খাবো
মিটিয়ে আমার মনের আশ।


১৭/০৬/২/২১ ইং