পৃথিবী ঘিরেছে দেখো ঘোর অমানিশা,
ব্যাপিছে হৃদয় মাঝে আতঙ্কের ছাপ।
মহেশের ডমরু বাজে দেখে-শুনে পাপ,
পাপে পূর্ণ ধরণীতে নেই কোন দিশা।
পাপে ভরা ভালোবাসা দিবসেই নিশা,
দুষ্কর্মে দহেনা হৃদি নেই মনে তাপ।
ছলনে ভুলায় শুধু নেই অনুতাপ,
আপন স্বার্থের টানে জাগে মনে তৃষা।


শংকর ক্ষেপেছে ওই আসিবে প্রলয়,
রুধিতে নারিবে যদি পাপে ভরা কাজ,
ধ্বসিবে ধরনী জেনো হয়ে যাবে লয়।
সেজেছে মহেশ আজ প্রলয়ের সাজ,
অবশ্য হাসিবে শিব লভিয়া বিজয়,
তুষিতে না পারিলে ওই মহাদেবে আজ।


১০/০৯/২০২০ ইং