আত্ম স্বার্থে মগ্ন থেকে করলে দেশের কর্ম,
কেমন করে বুঝবে তারা দেশের সেবার মর্ম।
জীবন বাজি রেখে যারা করে দেশের সেবা,
স্বর্গ সুখের সম্মান পাবে তাদের সমান কে বা?


যারা দেশের স্বাধীনতায় রেখেছিল ঈমান,
তাদের মতো এই জগতে আছে কি কেউ ধীমান?
হানাদারের পোশাক পরে দেশের কিছু মানুষ,
ঝরিয়ে ছিল মায়ের রক্ত আজকে তারা ফানুস।


সূর্য যেমন স্বার্থ ছাড়াই বিলিয়ে দেয় আলো,
তেমনি ভালো বাসলে দেশকে দূর হবে সব কালো।
দেশকে সেবা করার নামে লুটছে যারা ছলে,
ভালোবাসার প্রবল তোড়ে ডুববে তারা জলে।


ওই যে দেখো নীল আকাশে পূর্ণ কলা শশী,
তার বুকেতেও আছে নাকি একটুখানি মসি।
আমরা মানুষ এক দেশেতে কত ধর্ম-বর্ণের,
ভেজাল কিন্তু থাকে জেনো গয়না গড়া স্বর্ণের।


দুই চারিজন ভণ্ড নেতা সকল দেশেই আছে,
সবাই মিলে ঐক্য গড়লে পারবে আসতে কাছে?
সবার কাছে এই নিবেদন "আসুন সবাই জাগি"
ঐক্যবদ্ধ প্রবল ঝড়ে ভণ্ড যাবে ভাগি।


০৪/১২/২০২০ ইং