মানবতা কি কিনতে পাওয়া যায় হাটে-বাজারে?
মানবতা নেই মন্দির-মসজিদ-গির্জায়
মানবতা বাস করে মানুষের মনের মণিকোঠায়
নাগপুরের ইন্দিরা গান্ধী হাসপাতলে
এমন নজির দেখালেন নারায়ন দাভারকর,
একজন আরএসএস কর্মী,
অশীতিপর বৃদ্ধ--
করোনা আক্রান্ত হয়ে ভর্তি ছিলেন হাসপাতালে
একটি ঘটনা নাড়িয়ে দেয় তাকে
ভালোবাসার ঝড় তোলে তার বুকের ভেতরে
চার দিন আগের ঘটনা--
করোনা আক্রান্ত স্বামীর জন্য হাসপাতালে
বিছানা খুঁজছে অল্প বয়সী এক যুবতী নারী
করোনা রোগীর আধিক্য এবং বিছানার স্বল্পতায়
ডাক্তারবৃন্দ অসহায়--
ডাক্তারদের হাতে-পায়ে ধরছেন ওই যুবতী
দেখে আর থাকতে পারলেন না বৃদ্ধ
ছেড়ে দেয়ার প্রস্তাব দিলেন নিজের বিছানা--
ছেড়ে দিলে পুনরায় বিছানা পাওয়া অসম্ভব,
বোঝালেন ডাক্তারবৃন্দ--
তিনি শোনালেন অমর বাণী--
"অনেক তো বাঁচলাম--
আমার থেকে ওই যুবকের বেঁচে থাকা বেশি প্রয়োজন"
কর্তৃপক্ষের সাথে বোঝাপড়া করে চলে গেলেন বাড়ি
তারপর বেঁচে ছিলেন তিন দিন,
চলে গেলেন না ফেরার দেশে,
সৃষ্টি করে গেলেন আত্মবলিদানের অনন্য দৃষ্টান্ত
যা এ যুগে বিরল--
এখনো সূর্য উঠে
হয় রাত-দিন
পাখি ডাকে
বাতাস বয়
ফুলের সুবাসে আন্দোলিত হয় বসুন্ধরা
এখনো পুরোপুরি নিঃশেষ হয়ে যায়নি মানবতা--


২৯/০৪/২০২১ ইং


তথ্যসূত্র : ২৯/০৪/২০২১ ইং তারিখের দৈনিক যুগশঙ্খ পত্রিকা।