আলোর ফোয়ারা নিভে গেছে দেখো
ঘিরেছে আঁধার ঘোর,
যারা আশা দেবে, ভরসা জোগাবে
ঘুমে আছে দিয়ে দোর।


ঘোর তমসায় ঘিরেছে আকাশ
ঘন ঘন দেয়া ডাকে,
দামিনী সঘন চমকে গগণে
ছিন্ন মেঘের ফাঁকে।


হাজার জোনাকি ডোবার কিনারে
করছে জটলা ক্ষোভে,
দিনমণি যদি না উঠে সকালে
আলো দেবো কোন লোভে।


আমরা শুধুই আলো দিয়ে যাবো
বিধাতা ঘুমাবে সুখে?
ডোবার কিনারে আঁধার কুটিরে
অনাশী কাটাবে দুখে?


আমাদের মনে আশার প্রদীপ
জ্বালিয়ে ঠকায় যারা,
তেতালায় বসে বিলাসী জীবনে
স্বপ্ন গড়ছে তারা।


গনগনে রোদে খেটে খেটে দেহ
হয়েছে নিকষ কালো,
রাতের আঁধারে আমাদের ঘরে
জ্বলে না নিয়ন আলো।


সকলের মুখে আহার জোগাতে
দিনকে করছি রাত,
আমাদের জায়া, দারিকা কারোর
উদরে জোটে না ভাত।


আমাদের ঘাম শ্রমের মূল্য
রোজ লুটে নেয় শ্বাপদ,
স্বার্থ ফুরালে তারাই আবার
আমাদের ভাবে আপদ।


আমরা মূর্খ সহজ-সরল
ওদের কথায় ভুলি,
নতুন দিনের স্বপ্ন দেখিয়ে
ভরছে ওদের ঝুলি।


ধর্মের নামে সুড়সুড়ি দিয়ে
গরিবে বানায় বোকা,
আমাদের টাকা আমাদের দিয়ে
বারে বারে দেয় ধোঁকা।


মায়া-কান্নার কারবারি যারা
থাকে নিরাপদ দূরে,
পূজোর আমোদে গরিব মরুক
করোনার সাথে ঘুরে।


আমরা সবাই এসো মিলি ভাই
চেতনায় জেগে উঠি,
হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে
ওদের প্রাসাদ লুটি।


শ্রম সাধনায় গড়বো জীবন
আত্মশক্তি বলে,
এসো এক হই প্রতিবাদ করি
মিলিত শক্তি দলে।


১৮/১০/২০২০ ইং