রে! পাষণ্ড বর্বর!!
গর্ভে ধারণ করেছে যে মা
স্তন্যদান করে ছোট থেকে বড় করেছে যে মা
তার গায়ে হাত!?
কেঁপে উঠলো না তোদের বুক!?
সদ্য বিধবা বৃদ্ধা মাতাকে মারধর করে
মাথা ন্যাড়া করে কীভাব তোরা বের করে দিলি
রাস্তায়!?


পরশুরামের চেলা তোরা?
সম্পত্তির জন্য এতটা নিচে নামতে পারলি!?
নশ্বর পৃথিবী ছেড়ে মা চলে গেলে কে পাবে
ওই সম্পত্তি?
মায়ের সাথে এমন নির্মম ব্যবহার পশুতে করে কি?
মায়ের একফোঁটা দুধের ঋণ শোধ করার সাধ্য
আছে তোদের?


মানুষ নামের দ্বিপদী জন্তু আমরা
স্বার্থের ঠুলি পরে ভুলে যাই মানবতা
পাশবিকতায় হার মানাই পশুকে
শারীরিক মানসিক নির্যাতন করি পিতা ও মাতাকে
ভুলে যাই--
একদিন আমরাও হবো বৃদ্ধ
বাহারি চুলে ধরবে পাক
যৌবনের লাবণ্য মাখা চামড়ায় পড়বে ভাঁজ
আমাদের ছেলেমেয়েরাও এই শিক্ষায় শিক্ষিত হয়ে
বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারে আমাদেরও--


চেয়ে দেখ্--
পূর্বাশার ভালে একটু একটু করে জমছে কালো মেঘ
উঠবে প্রচণ্ড কাল বৈশাখি ঝড়
মুহূর্তে লণ্ডভণ্ড করে দেবে তোদের স্বপ্ন-সৌধ
সাগরের নোনা জল বইবে চোখের কোণায়
হাত জোড় করে বলবি--  ঠাকুর, বাঁচাও
সেদিন তোদের দেখে হয়তো কেউ হাসবে


অট্টহাসি--


০১/০৯/২০২১ ইং