চোখের সম্মুখে যেই ভেসে ওঠে অনাহারী মুখ,
অনন্ত জিজ্ঞাসা মনে- বেঁচে কি গো আছো তুমি ধাতা?
নাকি অহেতুক ভাবি- সমস্ত সৃষ্টির তুমি ত্রাতা?
নিশ্চিন্তে অনন্তে বসে ঘুমে থেকে কী যে পাও সুখ!?
ভগ্নস্তূপের মতন চতুর্দিকে ছাড়ানো অসুখ!
রক্তের সম্পর্ক আছে তবু কেউ নয় কারো ভ্রাতা,
অন্যকে ঠকিয়ে হয় সকলেই মস্তবড়ো যা তা!
কীভাবে পর্যস্ত হবে ধরণীর সীমাহীন দুখ!?


আদিগন্ত সৃষ্টি পানে দৃষ্টি দিয়ে অনন্ত বিস্ময়!
তোমার অস্তিত্ব নিয়ে সংশয়ের নেই অবকাশ।
অথচ নিরন্ন যারা তাদের অপ্রতিকার্য শোক,
সম্পদ লোভে উন্মত্ত মানুষের নেই কোনো লয়।
যাদের অন্তরে তুমি নিত্য করো অনায়াসে বাস,
তাদের দুঃখের গানে কাঁপে না কি তোমার স্বর্লোক!?


২৭/০১/২০২২ ইং


অক্ষরবৃত্ত ছন্দ
মাত্রা (৮+১০)
পেত্রার্কীয় সনেট


পর্যস্ত - দূরীকৃত
অপ্রতিকার্য - প্রতিকার বা নিবারণের অযোগ্য
স্বর্লোক - স্বর্গ
ধাতা - বিধাতা