চোখের অশ্রু শুকিয়ে গেছে
                ভুলে গেছি কান্না রব,
কোথায় গেল মানবতা?
                কাগজ-কলম, মুখেই সব।
ভোরে শিশির ঝরে না আর
                চোখের জলে বন্যা বয়,
পশু কাঁদে পশুর জন্য
                মানুষ কেমনে নীরব রয়?


ভাবতে গেলে বুকের মধ্যে
                শৈলচূড়ার বরফ ধায়,
স্রষ্টা কি আজ ক্ষেপে গিয়ে
                শেষ বিদায়ের গীতি গায়?
ওহে মানব সময় থাকতে
                হও না কেন সচেতন?
মানুষ গেলে ধর্ম রেখে
                উড়াবে ভাই কোন কেতন?


মানবতার বেহাল দশায়
                বুকের ভেতর ব্যথার বান,
নেতা-নেত্রী গাইছে বসে
                রাগ-বিরাগের বেহাগ গান।
ভোটের নেশায় ব্যস্ত হয়ে
                ছুটছে সবাই দিগ্বিদিক,
লোক না থাকলে ভোটে জিতে
                কাকে দেখে হাসবে ফিক?


ভণ্ড নেতা, ভণ্ড ধার্মিক
                যা খুশি তাই করে যাক,
ওদের স্বার্থে আমরা কেন
                বইছি মাথায় দুর্বিপাক?
দুর্দিনের এই ঘূর্ণিপাকে
                নিয়ম মেনে হও সাবধান,
নইলে গণেশ উল্টে যাবে
                বন্ধ হবে জীবন গান।


২৭/০৪/২০২১ ইং