বন্ধু আমার, তোর কথা আজ পড়ছে ভীষণ মনে,
তুইও কি ছাই আমার কথা ভাবছিস ক্ষণে ক্ষণে?
কপাল দোষে তুই আর আমি আছি বহুদূরে,
তোর অভাবের যন্ত্রণাটা খাচ্ছে কুরে কুরে।


প্রথম দেখায় তোকে আমার লেগেছিল ভালো,
সেই কথাটা মনে এলেই দূর হয়ে যায় কালো।
দুজন মিলে পড়তাম যখন সোনার তরী কাব্য,
ভালো লাগার সেই ক্ষণগুলো আজো ভীষণ নাব্য।


চলার পথে এলো-গেলো অনেক সহপাঠী,
নির্ভরতায় হাত ধরা যায় পাইনি এমন খাঁটি।
সবাই বোঝে আপন স্বার্থ, বন্ধুত্বের নেই মূল্য,
পাইনি বন্ধু আজো আমি তোর সাথে হয় তুল্য।


কথার মূল্য দেয় না কেহ সময় জ্ঞানের অভাব,
কথার খেলাপ করাই যেন সকল লোকের স্বভাব।
ভালোবাসা জড়িয়ে গেছে স্বার্থান্ধতার মোহে,
ব্যথার পাহাড় হৃদয় জুড়ে আঁখি ভরে লোহে।


সবাই থাকে পাওয়ার আশে দেবার ইচ্ছে মৃত,
সুখের সময় সবাই বসে খায় যে দধি ঘৃত।
সু-সময়ের বন্ধু সবাই বিপদকালে দূরে,
দেখলে পুনঃ বিত্ত-বৈভব আসবে হেসে ঘুরে।


চাইনা এমন বন্ধু-সুজন-- তোর আশাতে বসে,
কাটে আমার অষ্টপ্রহর কলম ঘষে ঘষে।
তোকে পেলে আবার কাছে উঠবে জীবন হেসে,
অবিশ্বাসের রুদ্ধ বাতাস হয়তো যাবে ভেসে।


২৪/০২/২০২১ ইং