বন্ধু হওয়া নয় তো সহজ
বন্ধু প্রাণের ভাই,
মনের মতো বন্ধু পেলে
আর কিছু না চাই।


বন্ধু মানে খুব আপনজন
থাকে সদাই পাশে,
বিপদকালে সামনে দাঁড়ায়
বুক ফুলিয়ে হাসে।


ঝড়-বাদলে আঁধার রাতে
ছাড়ে না যে হাত,
অভাব এলে সমানভাবে
ভাগ করে খায় ভাত।


বন্ধু মানে যৌথ কাজে
সমান অংশীদার,
বন্ধু মানে লাভ-ক্ষতিতে
সমান দাবিদার।


বন্ধু মানে পরস্পরে
শ্রদ্ধা ভালোবাসা,
দুঃখের সময় দুঃখ পাবে
হাসির সময় হাসা।


বন্ধু হলে মান-অভিমান
থাকবে মাঝে মাঝে,
দুঃসময়ে কাছে এসে
হাত বাড়াবে কাজে।


প্রাণের বন্ধু কাছে পেলে
যায় ভুলে সব কাজ,
হাসি ঠাট্টা গল্পের মাঝে
বন্ধু পত্নীর রাজ।


মাথার দিব্যি দিচ্ছি শুনো
স্নান আহার করো,
আমায় উদ্ধার করে তোমরা
গল্প আবার ধরো।


বন্ধু হয়ে বন্ধুর সাথে
নয়তো অহংকার,
অহংকারী বন্ধুর সাথে
থাকবে নাকো আর।


বন্ধু সেজে কেহ যদি
বন্ধুর ক্ষতি করে,
এমন বন্ধুর পুচ্ছে লাথি
ডাকবেনা আর ঘরে।


বন্ধু হয়ে কেউ কেউ আবার
ভাবে আমি চালাক,
নিজের স্বার্থে দূরে থেকো
দাওনা তাকে তালাক!


বন্ধু মানে সমান সমান
প্রাণে কিংবা মানে,
বন্ধু মানে একি আত্মা
ভালোবাসার টানে।


১২/০৮/২০২০ ইং


(স্বরবৃত্ত ছন্দ)