বড়ো আফসোস--!
যাকে ভালোবাসি ও বিশ্বাস করি সর্বান্তকরণে
সে এনে দেয় এক পেয়ালা বিষ
আকন্ঠ গিলে ফেলি এক নিঃশ্বাসে
হয়ে যাই নীলকন্ঠ--
আমাকে উপেক্ষা করে সে
ভালোবাসার পুষ্পরেণু ছড়ায় বিছুটির গায়ে
সুবাসিত পুষ্প নয়; ফিরে আসে কাঁটাঝোপ হয়ে
আঁচড়ে আঁচড়ে করে আমায় ক্ষত-বিক্ষত
সাহারার দাবদাহ তার বুকে
যেন উত্তপ্ত বালুর বুকে আছড়ে পড়া চৈতালি রোদ
যার অনল ছোঁয়ায় পুড়ে যায় অভুক্ত হৃদয়
নেই কোজাগরী পূর্ণিমার মায়াময় হাসি
কস্তুরী সুগন্ধ নেই তার বুকে
আছে একবুক হাহাকার
তার চাই বিলাস-ব্যসন
তার লালিত্য লালসা প্রশমনে চাই অনন্ত-বৈভব
একজন দিনহীন কবির কাছে যার বড়ই অভাব
ভালোবাসার উত্তাল ঢেউ
পলাশ রাঙা ফাল্গুনের মিঠেল রোদ
ভোরের শিশির মাখা দূর্বাঘাস
কিছুই ভালো লাগে না তার
ভোরের সজীব হাওয়া গায়ে মেখে
হাতে হাত রেখে
সবুজ প্রান্তরে হাঁটার ইচ্ছেকে সে বলে আদিখ্যেতা
তার চাই শুধু টাকা
বিবেকবান কোমল হৃদয় কবির কাছে যা নেই
বড়ো আফসোস--!


২২/১২/২০২১ ইং