নয়নে অঞ্জন মাখা স্বপ্ন ছিল মনে,
ভুলে ধর্ম, ভেদাভেদ রব একাসনে।
তোমার সেবায় প্রাণ করে যাব দান,
গেয়ে যাব জীবনের অমলিন গান।
পাখির কাকলি ভরা ভোরের মতন,
কোলাহলে ভরে রবে জীবন রতন।
সুখি-দুখি মিশে গিয়ে হব একাকার,
থাকিবে না ভেদাভেদ উঁচু-নিচু আর।
কোথা সেই ভালোবাসা? কোথা সেই মন,
মিলেমিশে ভালোবেসে থাকার যতন!
ফেলে রেখে জীবনের শৈশবের স্মৃতি,
কর্ম, শিক্ষা, স্নেহ আর ভালোবাসা প্রীতি,
পরবাসে কাটে দিন হাহাকারে ভরা,
হাতছানি দিয়ে ডাকে নিদাঘের খরা।
আয় ফিরে আয় ছুটে আমার মায়ায়,
বোস কিছুক্ষণ এই বটের ছায়ায়।
কার পাপে? কোন শাপে? মাতৃভূমি হারা,
ভ্রাতৃ বন্ধুহীন ভূমি মনে হয় কারা।
যার স্বাধীনতা লাভে সম অংশীদার
সেথায় আবাসে কেন নেই অধিকার?
কে দেবে জবাব এর? কার কূট চালে
'দেশ ত্যাগে বাধ্য'- লেখা এই পোড়া ভালে?
বন্ধু কত ছিল আজ মনে পড়ে সব,
ভেসে আসে মনে সেই সুধা কলরব।
নেতাদের ছলনায় দেশ হারা আমি,
সে কথা নিশ্চয় জানে ওই অন্তর্যামী।
আমার মতন আরো হাজার হাজার,
প্রতিদিন ছাড়ে দেশ বহে অশ্রুধার।
ভুলাও জননী এই মনতাপ, জ্বালা,
খরতাপে পুড়ে যাক বেদনার মালা।
যে বুকে নিয়েছি ঠাঁই তাকে ভালবেসে,
সুখে-দুখে থাকি যেন মিলেমিশে হেসে।


২৯/০৩/২০২১ ইং