বুকের ভেতরে জমা বোবা কান্না, কষ্ট,
থাক না আয়েশে বুকে চিরকাল চুপ।
যাযাবর সুখ যাক, ভেসে যাক হেসে,
আঁধার আসুক নেমে অনায়াসে টুপ।


বিধাতার রুদ্ররোষে পৃথিবী এখন
ছেয়ে গেছে ঘন-কালো আঁধারের খামে।
কী হবে হতাশা মেখে হৃদয়ের কোণে!
হয়ে যাক যা হবার এই ধরাধামে।


দুঃখ-কষ্ট-বেদনার মালা পরে গলে,
সেজে রবো জীবনের কানাগলি মাঝে।
বিদায়ের ক্ষণ যদি এসে যায় তবে,
হাসি মুখে চলে যাবো সিপাহির সাজে।


লাল-নীল খামে আসা বেদনার টিপ,
দ্বিধাহীন পরে নেবো এই পোড়া ভালে।
বরষার বারিপাতে ধুয়ে ফেলে সুখ,
ভাসাবো জীবন তরী বাঁধা ছেঁড়া পালে।


২৭/০৭/২০২১ ইং