দল বদলের ব্যবসা দেখি
চলছে বছর ভর,
এ দল ছেড়ে ও দলে যায়
কোনটা আসল ঘর?


ক্ষমতা আর লোভের মোহে
জার্সি বদল করে,
সারা বছর বকে যারে
তারই চরণ ধরে।


বেহায়া ওই মানুষগুলোর
নেই তো লজ্জা শরম,
আজকে যারে বাপ বলে কাল
দেখায় তারে গরম।


পেটের দায়ে যে সব নারী
লজ্জা বেচে খায়,
তারাও শোধে খদ্দেরের ঋণ
ওদের তো নেই দায়।


শিউলি হাসি ওদের মুখে
মগজ ভরা গরল,
আমজনতার খাবার কেড়ে
ওরাই সাজে সরল।


আজকে যারে ভালোবাসে
কাল তারে দেয় বাঁশ,
জনগনের উচিত বেঁধে
দেয়া ওদের ঘাস।


২৩/০৯/২০২১ ইং