যে কোনো খেলা অনুষ্ঠিত হয় দুটি দলের মধ্যে
খেলা শেষে বিজিত দল হতাশায়,
ব্যথা-বেদনায়, আবেগে ভেঙে পড়ে--
বিজয়ী দল আনন্দে উল্লাস করে বটে
কিন্তু পরাজিত বন্ধুদের সান্ত্বনা দেয়,
সমবেদনা জানায়,
খেলা শেষে সানন্দে করে কুশল বিনিময়--
এটা সৌজন্য বা ভদ্রতা--


রাজনীতি খেলা নয়
দুই বা ততোধিক দল অংশগ্রহণ করে নির্বাচনে
সরকার গঠন করে সংখ্যাগরিষ্ঠ বিজয়ী দল--
বিরোধী দলে থেকে দেশ পরিচালনায়
সহযোগিতা করে সংখ্যালঘিষ্ঠ বিজয়ী দল--
এখানে যারা হেরে যায়
তাদেরও মন খারাপ হয়,
কষ্ট পেয়ে ভেঙে পড়ে--


খেলার মতো বিজয়ী দল যদি পরাজিত দলকে
সান্ত্বনা দেয়, সমবেদনা জানায়
কী সুন্দর-ই না হতে পারে--!
গণতন্ত্রের ফুল ফুটতে পারে দেশময়--
কিন্তু হচ্ছে উল্টো--
সংখ্যাগরিষ্ঠ বিজয়ী দলের
নিচু তলার কিছু মূর্খ, অপুষ্ট নেতা-কর্মী
সরকার গঠন করার আগেই
বজ্রবিদ্যুৎ হয়ে হামলে পড়ে
বিজিত দলের নেতা-কর্মীদের উপর
মেতে ওঠে রক্তের হোলি খেলায়--
তারা না বোঝে গণতন্ত্র,
না বোঝে রাজনীতি,
শুধু বোঝে হিংসা--


এ কেমন গণতন্ত্র--!
হিংসার ভেলায় ভেসে চলছে সোনার দেশ
আনন্দে হাততালি দিয়ে কিছু মূর্খ বলছে
বেশ বেশ বেশ--!!


০৫/০৫/২০২১ ইং