উন্মাতাল জীবনধারায় অভ্যস্ত মানুষ
ভালোবাসার নামে চালায় স্বার্থের বেসাতি
বাচ্চাদের শিশুসুলভ পুতুল খেলা প্রেম
এই আছে এই নেই
সাগরের উর্মিমালার মতো উদ্দাম প্রেমে অবগাহন
বেলাভূমিতে আছড়ে পড়ে ভেঙে চুরমার
সকালের কুয়াশার মতো বিরহকাতর মন
সূর্যোদয়ে যেভাবে উবে যায় কুয়াশা
তেমনি নতুন প্রেমের ছোঁয়ায় কেটে যায় বিরহ
ক্ষণিক বিরহ ভাব ঝেড়ে ফেলে সেজে ওঠে নতুন উদ্যমে
রঙ মেখে সঙ সেজে ঢলে পড়ে অপর কোন নারী বা পুরুষের গায়ে
যেন "বেশরম বারাঙ্গনা নৃত্য"
সাময়িক মধু পিয়াসি ভ্রমর গুঞ্জন
আকন্ঠ সঙ্গম শরাবে তৃপ্ত হয়ে ফিরে যায় আপন ডেরায়
বায়স পাখির মতো বৃক্ষ শাখায় ঠোঁট মুছে বের হয় নতুন শিকারের সন্ধানে
দায়বদ্ধতা, মানবিকতা ছুঁড়ে ফেলে সাগরের জলে
ছলনার পথ বেয়ে হেঁটে চলে পুনঃ
নতুন কোন--


০২/০১/২০২১ ইং