সমাজে শান্তি পিয়াসি লোকের অভাব নেই
আবার চারপাশে ছড়িয়ে আছে
হায়নার মতো হিংস্র
ভুজঙ্গের মতো বিষধর প্রাণী
আছে শকুনির মতো কুটিল, শান্তি বিনাশী ভণ্ড
তাই একার ইচ্ছেতে শান্তিতে থাকা যায় না
পরস্পরের থাকতে হয় শান্তি পিয়াসি মন
বন্ধু ভেবে বিষধর সাপকে বুকে জড়িয়ে নিলে
খেতেই হবে ছোবল
আগুন আর সাপ নিয়ে খেলা করা বুদ্ধিমানের কাজ নয়
যখন-তখন নেমে আসতে পারে ভয়ঙ্কর বিপর্যয়
আগ্নেয়গিরির অগ্নুৎপাতকে যে বা যারা আকাঙ্ক্ষা করেন
শান্তির দূত হিসেবে তাদের প্রাজ্ঞ বলা যায় না
চক্ষু বন্ধ করলে প্রলয় বন্ধ হয় না
আগ্নেয়গিরির গলিত লাভায় খড়-কুটোর মতো ভাসিয়ে নিয়ে যাবে সবকিছু--
দেখবে না উঁচু-নিচু, ধনী-দরিদ্র
দেখবে না সাদা-কালো, বেটে-মোটা
দেখবে না বিজ্ঞ, প্রাজ্ঞ, নিরক্ষর, নির্বোধ
করোনার মতো ওরা নিরপেক্ষ
গলিত লাভার কাছে সবাই সমান
তাই বলছি বন্ধু--
সবার কাছে শান্তি প্রত্যাশা করা যায়?
নাকি সেটা বুদ্ধিমানের কাজ?
শান্তি চাই বলে দুধ-কলা দিয়ে সাপ পুষলে
ছোবলে ছোবলে হতে হবে নীল
সাবধান; ভুজঙ্গে বিশ্বাসী হে বন্ধু--
উদ্যত ফনা নিয়ে প্রস্তুত ওরা
রেয়াত করবে না কাউকে--


০৪/০৯/২০২১ ইং


কবিতাটি আসরের অত্যন্ত গুণী এবং প্রজ্ঞাবান কবি প্রণব লাল মজুমদার-কে উৎস্বর্গ করলাম। তাঁর একটি কবিতায় মন্তব্য করতে গিয়ে এই কবিতার ভাবনা মাথায় এসেছিল।