বিলাসিতা
                  --জগদীশ চন্দ্র মন্ডল।


দারিদ্র্যে জর্জরিত যে দেশের মানুষ,
অতি সুখে কেহ কেহ উড়ায় ফানুস।
একবেলা খায় কেহ, কেউ আধাবেলা,
উপোস করে বা কেহ দেখি সারাবেলা।
সেই দেশে আছে কত হাজার মানুষ,
মদ না খাইলে তাদের থাকেনা হুশ।
মদ খেয়ে খুশি মনে বউকে পেটায়,
শান্তি পাবে না বাপ যদি তাকে ঘাটায়।
সমত্ত মেয়েকে পাইলে নেশার ঘোরে,
মাতালে করে রেপ, দেখি পেপার পড়ে।
জগতে সকল নারী মায়ের সমান,
মাতালের কাছে তারা না পায় সম্মান।
মাতালরা মদ খেয়ে করে জড়াজড়ি,
করোনা খুশিতে বলে যাব তোর বাড়ি।
এ ধরায় আছে কত আয়ের উৎস,
মাতালের কর ছাড়া সরকার নিঃস্ব?
সরাবে সরকারের বাড়ে যত আয়,
মাতালের পিছে হয় ততোধিক ব্যয়।
মদ হল সংসারে দুঃখের আকর,
মদ না খেলে সবে পাবে সুখের ঘর।
সরকারে অনুরোধে করি জুড়ি কর,
বন্ধ করুন এবার মাতালের ঘর।
দারিদ্র যেই দেশের আসল ভূষণ,
মাতাল দেয় আরেক মাতালে কুশন।
যে দেশে রেল লাইনে হাজার আশ্রিতা,
সেই দেশে মানুষের মদ বিলাসিতা।


১২/০৫/২০২০ ইং