জীবনের রঙ বিবর্ণ আজ শুকনো পাতার মত,
করোনার সাথে অসম যুদ্ধ মানুষের অবিরত।
প্রকৃতির এই নিদারুণ রোষে রুদ্ধ সকল দ্বার,
পথের ধুলায় মানবতা কাঁদে দিশাহীন কারবার।


আমরা মানুষ আপন স্বার্থে বিবেক দিয়েছি বলি,
মানবতাহীন করোনা তাই তো চলছে নীরবে ছলি।
উত্তর হতে দক্ষিণ মেরু করোনা জ্বালায় জ্বলছে,
ধনী ও গরিব নেই ভেদাভেদ পায়ের তলায় দলছে।


স্বজন হারানো স্বজনের ব্যথা বোঝার সাধ্য কার?
যার গেছে শুধু সেই ভালো বোঝে বাকিরা নির্বিকার।
আগের মতই দিনমণি ওঠে আলোর বন্যা বয়ে,
শত শত ঘরে নামছে আঁধার জীবন প্রদীপ ক্ষয়ে।


শত জনমের শত বরণের আরাধ্য এই প্রাণ,
বন্ধ করছে বিলোতে সহসা পুষ্পরেণুর ঘ্রাণ।
ওপারের ডাক আচানক এসে দিশেহারা করে দিয়ে,
অমল ধবল বসন পরিয়ে যায় যে সঙ্গে নিয়ে।


সারা জীবনের বড় বড় কথা অনেক আস্ফালন,
চুরমার করে নিমেষে শমন করছে আক্রমণ।
কে রুধিবে ওরে!? হও আগুয়ান অসীম সাহসী বীর,
করোনার সাথে লড়ে যাও দেখি নিজাসনে থেকে থির।


দুর্বল বলে সবারে ঠকাও, পারলে ঠেকাও ওকে,
এত বড়ো বীর! কাঁদো কেন তবে আপনজনের শোকে?
দাম্ভিকতার অট্টনিনাদে করে যাও যাকে হেলা,
সেই বিধাতাই নীরবে তোমাকে দেখিয়ে যাচ্ছে খেলা।


অহংকারীর পতন হবেই জীবন চলার পথে,
খেসারত দেয় সরল মানুষ ওদের ভুলের রথে।
বিবর্ণ এই জীবনের পথ কণ্টকে ভরা অরি,
এসো মিলে সবে ধরণীর 'পরে শান্তির পথ গড়ি।


২৪/০৪/২০২১ ইং