বুদ্ধিজীবীরা শীতঘুমে আছে বিবেক ওদের নেই,
অন্নদাতার আদেশ না পেলে আসে না তাদের খেই।
ঘটনা যতই নিষ্ঠুর হোক যায়না তাদের কানে,
অন্নদাতার নির্দেশ পেলে বুঝে যায় সব মানে।


বুদ্ধিজীবীরা শ্বাপদ সমান আপন স্বার্থে রত,
তোষামোদি আর চাটুকারিতায় বিবেক করেছে হত।
নিরন্ন আর নিরীহ লোকের ভাবনা ভেবে কি লাভ?
অল্প কদিন থাকবো জগতে সে কথাটা মন ভাব।


রোহিঙ্গাদের ব্যথায় ওদের ব্যথা লাগে মনে খুব,
পিটিয়ে মারলে সাধু সন্ন্যাসী ঘুম ঘোরে দেয় ডুব।
রবীন্দ্রনাথ বিদ্যাসাগর ওদের চোখের বিষ,
তাদের মূর্তি ভাঙলে জঙ্গি আনন্দে দেয় শিস্।


নির্দেশদাতা আদেশ দিলেই মাঠে নামে ওরা ধীরে,
নগ্ন পদের মৌন মিছিলে আঁখি ভিজে যায় নীরে।
বিবেক ওদের বিক্রিত আজ দেখেনা নয়নে কিছু,
অন্নদাতার আদেশ পেলেই সত্যের নেয় পিছু।


আত্মা ওদের গত হয়ে গেছে আরামে মগ্ন দেহ,
অন্যায় আর অবিচার হলে ছাড়ে না এসি ও গেহ।
জঙ্গি ধরলে প্রতিবাদে ওরা রাস্তায় নেমে যায়,
সংখ্যালঘুর তকমা বিলিয়ে চিৎকার জুড়ে হায়!


বিবেক-বুদ্ধি বন্দী রেখেছে প্রভুর অগ্নি শূলে,
শিয়াল কুকুর হায়েনার রব ঢুকে না কর্ণমূলে।
আসুন আমরা সব্বাই মিলে একসাথে গান ধরি,
বুদ্ধিজীবীর বিদেহী আত্মা সদ্গতি পাক হরি।


২০/০৮/২০২০ ইং