খাঁচায় বন্দী বাঘ সিংহের মতো
চেতনাবোধ আজ রুদ্ধ ঘরে আবদ্ধ,
শিক্ষার আলো দেখাতে পারেনা দিশা,
লোভ লালসার কাছে বিক্রি হয়ে যায় বিবেক,
বিক্রি হয় সমাজের বিত্তশালী মানুষের আত্মা।


ক্ষমতার অলিন্দে আটকে গেছে সততা,
দুহাজার টাকায় বিক্রি হয়ে যায় পুলিশের চরিত্র,
নিপীড়িতাকে বাধ্য করে সাদা কাগজে স্বাক্ষর দিতে,
এখন অন্যায়ই ন্যায়, অধর্মই ধর্ম,
এখন রক্ষকই ভক্ষক।


পাখির মতো স্বাধীনতা নেই মানুষের,
পশুর থেকেও নির্মম কতিপয় ক্ষমতালোভী মানুষ,
সৎ ও আদর্শবানদের টুটি চেপে ধরা হয়,
সত্যি কথা বললে রাস্তায় পড়ে থাকে তার লাশ,
অথবা গাছের ডালে পাওয়া যায় ঝুলন্ত দেহ।


করোনা থেকেও বীভৎস, ভয়ংকর রূপ মানুষের,
পাগলা কুকুর হয়ে গেছে সব,
পচা নর্দমায় ডুবে গেছে সমাজ ও দেশ,
রাস্তায় ভিক্ষে করা অন্ধ, পঙ্গু, বোবাদের মতো
বিকলাঙ্গ হয়ে গেছে মানুষের মন, সমাজ ও রাষ্ট্র।


০২/০৮/২০২০ ইং