ভেড়াগুলো ব্যথা পেয়ে
চুপিসারে কাঁদে,
কেউ যদি তা দেখে ফেলে
মজার গল্প ফাঁদে।


বলে, আমি করতে পারি
ছাগল বংশ ধ্বংস,
এমন করলে পশু সমাজ
বলবে আমায় কংস।


তাই তো চুপিসারে আমি
যাই সয়ে সব কষ্ট,
চাইলে পারি করতে ওদের
জীবনটাকে নষ্ট।


ছাগল শুনে ধমকে বলে
ধোলাই খাবে আরো?
জোড় করে কয় ভেড়াগুলো
সংগোপনে মারো।


তোমার দাপট আছে বলেই
ক'রে নানান ছুতা,
হর-হামেশা যাচ্ছ মেরে
যেমন খুশি গুতা।


আমাদের এ দুঃখ দেখার
নেই তো কেউ এ ধরায়,
বিনা দোষে তোমার গুতায়
আঁখিতে জল গড়ায়।


২১/১০/২০২১ ইং।