আগুন জ্বালাতে একটা দেশলাই কাঠি-ই যথেষ্ট,
কখনো কখনো মুখের কথা হয়ে ওঠে
আরও অনেক বেশি দাহ্য--
ক্ষমতালোভী পঙ্গপালের উসকানিতে,
নিরাপত্তা রক্ষীদের উপর
ঝাঁপিয়ে পড়ে কিছু নির্বোধ মানুষ,
হাতা-খুন্তি-ঝাড়ু যার যা আছে তাই নিয়ে--
জীবন বাঁচাতে চলে তপ্ত বুলেট,
রক্তরঞ্জিত হয় সর্বংসহা ধরণী,
ঝরে যায় চার চারটি তাজা প্রাণ--
পর্দার আড়ালে দাঁড়িয়ে তৃপ্তির ঢেকুর তোলে
আকাঙ্ক্ষা পূরণের স্বপ্নে বিভোর শকুন--


মহাভারতের শকুনি ছিলেন শ্রেষ্ঠ কুট-কুশলী,
কুরুক্ষেত্রের রণাঙ্গনে সবংশে ভাগ্নে দুর্যোধনসহ
প্রাণ দিয়ে প্রমাণ করেছেন,
লোভী, অসৎ মানুষের পতন অবশ্যম্ভাবী--
বাকিটা ইতিহাস--
দিব্যদৃষ্টিতে দেখতে পাচ্ছি--
আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে
হিংসার আগুন জ্বালিয়ে ছোটা অশ্বমেধের ঘোড়া,
আর হিংসা সৃষ্টিকারীর দু-গণ্ড বেয়ে গড়িয়ে পড়ছে--


বিরতিহীন শ্রাবণ ধারা--


১২/০৪/২০২১ ইং