আমির আলীকে তাড়া করে
স্টুপিড, রাস্কেল বলে গালি দিচ্ছে পুলিশ
নিরক্ষর আমির আলী দৌড়াচ্ছে
আর পিছন ফিরে বলছে--
'স্টুপিড' যদি ভাল হয়; তাহলে--
আমি স্টুপিড,
আমার বাপ স্টুপিড,
স্টুপিড আমার চৌদ্দগুষ্টি--
আর, 'স্টুপিড' যদি খারাপ হয়; তাহলে--
তুই স্টুপিড,
তোর বাপ স্টুপিড,
স্টুপিড তোর চৌদ্দগোষ্ঠী--


তেমনি ভাবে, নতুন কৃষি আইন যদি
কৃষকদের স্বার্থ ক্ষুণ্ন করে, ক্ষতিকর হয়; তাহলে
এই আন্দোলনে আমি একজন কলম সৈনিক--


কিন্তু আইনটি কি কেউ বিশ্লেষণ করে দেখেছে?
নাকি "কান নিয়ে গেল চিলে" শুনে
সবাই রুদ্ধশ্বাসে দৌড়াচ্ছে চিলের পিছে--


যে দেশের কম-বেশি আশি শতাংশ মানুষ কৃষক
সে দেশের গণতান্ত্রিক সরকার
কৃষকদের স্বার্থের কথা না ভেবেই
আইন করবে কোন সাহসে?
কৃষকরা কি বুঝে আন্দোলন করছে?
নাকি রাজনৈতিক চোরাকারবারীদের
অপকৌশলের দক্ষতায় তারা ভুল পথে চলছে?
যেমন হয়েছিল সিঙ্গুরে--


সিঙ্গুরের আন্দোলনকারীরা কি পেয়েছে?
ওই আন্দোলনের ফসল ভোগ করছে
একজন মুখোশধারী আলোর কারবারি--
গণতন্ত্র ধ্বংস করে,
ত্রাসের রাজত্ব কায়েম করে,
রক্তের আখরে রাঙিয়েছে হাত--
অন্ধকারের ধুম্রজালে কুণ্ডলিত চরাচর--


কারখানা হলে কী এমন ক্ষতি হতো?
হাজার হাজার মানুষ কি উপকৃত হতো না?


সাধারণ মানুষ সর্বদাই--
রাজনৈতিক অপকৌশলের শিকার হয়ে,
ভুল আন্দোলনের ফসল তুলে দেয়
আরো বড়ো রাজনৈতিক মাফিয়াদের হাতে--


বিষয়টি অবশ্যই ভাবনার--
না হলে আখেরে ক্ষতি হবে কৃষকদের,
সর্বোপরি দেশের--


১০/১২/২০২০ ইং