জীবন থাকতে বোঝে না কেউ
আসবে মরণ তেড়ে,
যা খুশি তাই করে বেড়ায়
শক্ত আসন গেড়ে।


শমন যেদিন ঘাড়ে উঠে
ধরবে চুলের মুঠি,
চরণ ধরেও সেদিন কিন্তু
মিলবে না আর ছুটি।


সময় থাকতে এসব কথা
ভাবে না কেউ মনে,
ধাপ্পাবাজির ব্যবসা করে
শুধু টাকা গনে।


ঘুষের টাকায় পকেট ভরে
ঘুষে সারে কর্ম,
রবিসুতায় ধরবে যেদিন
পাবে না তো বর্ম।


চক্ষু মুদে দেখ না ভেবে
কে যাবে তোর সাথে?
চলে গেলে কুড়াবে ধন
সবাই আপন হাতে।


আমার আমার করে এতো
কেন করিস বড়াই?
ওপারের সুখ কিনতে চাইলে
ভাঙতে হবে চড়াই।


বিত্ত-বৈভব কিছুই যায় না
উঠলে বিদায় রথে,
ভালো কাজের সুখটুকু যায়
বৈতরণীর পথে।


পাপের কর্ম ছেড়ে মন রে
ভালো কাজে মন দেহ,
পরপারে সুখে থাকবে
নেই তো কোন সন্দেহ।


২৮/০২/২০২১ ইং


বিগত ২৮/০২/২০২১ ইং তারিখে আসরের শ্রদ্ধেয় প্রথিতযশা কবি শ. ম. শহীদ এর লেখা "মরণ" গীতিকবিতায় কমেন্ট করতে গিয়ে প্রথম স্তবকটি লিখেছিলাম। তাই কবিতাটি প্রথিতযশা শ্রদ্ধেয় কবি শ. ম. শহীদ-কে উৎসর্গ করলাম।