বৃষ্টিরা আজ মিছিলে নেমেছে
থামতে চায়না আর,
ভরা ভাদরের অঝোর ধারায়
কে যাবে ঘরের বার?


সকাল গড়িয়ে দুপুর গড়ালো
রাত হয়ে গেল ভোর,
নিশাচর পাখি কেঁদে কেঁদে মরে
পেটে নেই দানা ওর।


কদম কেতকী গাছের শাখায়
ভিজছে মলিন বেশে,
কুসুম চয়নে মেয়েগুলো আজ
আসেনা তো হেসে হেসে।


কুলায় রয়েছে পাখিরা সবাই
হয়নি ঘরের বার,
ক্ষুধারা জ্বালায় বৃষ্টি ভেজায়
ব্যাথা বোঝে কেবা কার?


মেঘেরা যেমন ছুটছে আকাশে
পাখিরা তেমনি উড়ে,
নিদয় বাদল থামছে না বলে
দুঃখরা বুক জুড়ে।


মেঘদল আজ একাকী আকাশে
কে যেন পিছনে হাঁকে,
মাঝে মাঝে ভানু দেখায় মুখটি
ছিন্ন মেঘের ফাঁকে।


প্রকৃতি ভীষণ কাঁদছে নীরবে
ঘরের ভেতরে আমি,
মধুমেহ রোগ দিচ্ছে যে হানা
জানে অন্তর্যামী।


এমনি করেই বর্ষা নামুক
কাঁদুক প্রকৃতি হেসে,
দুঃখ আঘাত দূর হয়ে যাক
বৃষ্টি বানেতে ভেসে।


২১/০৮/২০২০ ইং


মাত্রাবৃত্ত ছন্দ
মাত্রা-৬+৬+৬+২