কথায় কথায় ধমক মারো শোনো বড়ো মিয়া,
সময় যখন উল্টো বইবে ভাগবে কোথায় গিয়া?
ওই যে দেখো সুনীল আকাশ নেইকো মেঘের ছায়া,
জলদ এসে হঠাৎ যখন ধরবে নিঠুর কায়া।
আকাশ জুড়ে বইবে হাওয়া উঠবে ভীষণ ঝড়,
তখন তুমি কোথায় যাবে থাকবে কি এই ঘর?


আকাশ জোড়া তারার মেলা ঢাকবে অন্ধকারে,
তখন তোমায় কে বাঁচাবে বিপদ নিয়ে ঘাড়ে?
একদিন কাল আসতে পারে আমার ঘরের দ্বারে,
তখন তোমায় পাঠিয়ে দেবো ভব নদীর পাড়ে।
মানো কি ওই স্রষ্টা তুমি? দেখেন তিনি সব।
বাড়াবাড়ি করলে তোমার বন্ধ করবে রব।


তাইতো বলি থাকতে সময় হওনা সচেতন,
হুমকি-ধামকি বন্ধ করে দাওনা কাজে মন।
ভালো কাজে ঈমান আনে মনে আনে সুখ,
পরের সুখে সুখি হয়ে পাওনা দুঃখে দুখ।
ধরার বুকে বইবে তখন শান্ত দখিন বায়ু,
আর কটা দিন হয়তো বাঁচবে, বাড়তে পারে আয়ু।


০৪/০১/২০২১ ইং