বন্ধু তুমি কেমন আছো পাইনে খবর আর,
তোমার শুভ খবর পেতে হয়েছি ঘরের বার।
বন বনানী সাগর নদী পেরিয়ে এলাম কত!
তোমার মুখে দেখতে হাসি চলছি যে অবিরত।


ক্লান্ত পদে শ্রান্ত দেহে পাখির কূজন শুনে,
পড়ছে মনে তোমার কথা চলছি চরণ গুনে।
ক্লান্ত দেহ দেয় জুড়িয়ে দখিনা সমীর এসে,
বন্ধু হয়ে আমার সাথে চলছে পাখিরা ভেসে।


পথ শ্রান্তি যাই যে ভুলে তোমায় দেখার আশে,
কলকলিয়ে ঝর্ণাধারা বইছে আমার পাশে।
হাজার নদী পাহাড় ছেড়ে এলাম তোমার গাঁয়,
ময়না এসে বললো কানে তোমার বন্ধু যায়।


চমকে উঠি, বললো একি, সোনার ময়না ভাই!
কোথায় আছে বন্ধু ওগো বলোনা কোথায় পাই?
বধূর বেশে চলছে কেঁদে তোমার বন্ধু ওই,
আসতে যদি কালকে তুমি তোমারিতো ছিল সই।


পথের বাঁধা, পাহাড় নদী দেয়নি কষ্ট কোন,
তোমার মুখ ক্ষণেক দেখি বন্ধু আমার শোন।
ছিলাম আমি অনেক দূরে আসতে পারিনি আগে,
চলে যাবে তো যাওনা চলে চেওনা অমন রাগে!


এই জীবনে দিতে হবে যে ভুলের মাশুল কত!
নীল আকাশ ঢেকেছে মেঘে উঠবে না তারা শত।
জীবন হলো ঊষর মরু তোমায় হলেম হারা,
স্বামীর ঘরে থাকবে সুখে হলেম পাগল পারা।


ময়না টিয়ে শালিক ঘুঘু বাসবে আমায় ভালো,
পাহাড় নদী ঘুচিয়ে দিবে আমার মনের কালো।
পাখির গানে আমার মনে জাগবে নতুন সুর,
দূর নীলিমা ভুলিয়ে দিবে ব্যথার সমুদ্দুর।


৩০/০৭/২০২০ ইং


মাত্রাবৃত্ত ছন্দ
মাত্রা- ৫+৫+৬+২