কান্না আমরা অনেক কেঁদেছি ফেলেছি অনেক অশ্রু জল,
লাভ তো কিছুই হয়নি ঠাকুর ফলেনি তো কোন সোনার ফল।
মানুষ নামের অমানুষগুলো দাপিয়ে বেড়ায় সারাক্ষণ,
নর্দমা ভরা সমাজের বুকে মাছির মতন করে ভন ভন।


মায়া-মমতার লেশটুকু নেই হায়নার মতো জিহ্বা,
সারাক্ষণ শুধু পচা ক্ষত খুঁজে বাড়িয়ে আপন গ্রীবা।
ভুলে যাও সবে কান্নার রোল, বাজাও এবার ঢোল-মাদল,
ঝঞ্জা মেঘের উল্কা পাতনে ঝরাবো দারুন ঝড়-বাদল।


অনাহারী সব দুঃখী মানুষ হাতকে বানাও বজ্রহাত,
রুখে দিতে ওই ষণ্ড-ভণ্ড ঘটাবো ভীষণ রক্তপাত!
শোষণ-পেষণ, নিপীড়ন করে কাঁদেনা যাদের হৃদয়,
তাদের জন্য করুণা কিসের? হতে হবে তাই নিদয়।


চন্দ্র-সূর্য, গ্রহ-তারা সব আকাশে জ্বালায় আলো,
তমসায় ঘেরা ধরণীর বুকে শুধুই নিকষ কালো।
ক্ষমতার লোভী দ্বিপদী জন্তু জনগণ নিয়ে খেলে,
আপন স্বার্থ পুরণ হলেই দূরে ফেলে দেয় ঠেলে।


তাই তো সবাই এসো মিলি ভাই যুদ্ধ করবো বাঁচতে,
কর্মের গুনে বাঁচবো আমরা চাইনা করুণা যাচতে।


০২/০১/ ২০২১ ইং