সংসারের বড় ছেলে তুমি? তাহলে মরেছ--!!
শ্বশুরবাড়ির বড় জামাতা? তাহলে তো রক্ষে নেই--!!
ঝড়ের দাপটে বড়ো বড়ো গাছের যেমন অবস্থা হয়
তেমনি দশা হবে তোমারও--
আর কারো কপালে যদি দুটোই জোটে?
তার ভাগ্যে কী আছে?! দেব ন জনন্তি--
যার যা খুশি বলে যাবে, শুনতে হবে কান পেতে--
কিচ্ছু বলা যাবে না, বললেই লঙ্কা কাণ্ড--
চোখের জল, নাকের জলে একাকার হয়ে যাবে--
যে পরিবেশ সৃষ্টি হবে তার কাছে হার মেনে যাবে অমাবস্যার অন্ধকারও--
গোমড়া মুখো হয়ে যাবে বাগানের গোলাপ কলি--


যার জন্য যতো কিছুই করো না কেন
একদিন সবাই তা ভুলে যাবে--
এমনকি তুমি কারো জন্য কিছু করোনি
এমন প্রচারই পাবে--
বদনাম রটে যাবে দিকে দিকে--
মুখ লুকানোর জায়গা পাবেনা--
তোমার বেহাল অবস্থা দেখে কষ্ট পাবে
পাখ-পাখালি, চাঁদ-সূর্য এমনকি পোষা বিড়ালও--
কিন্তু-----


ভিনগ্রহের জীবেরাও তোমায় দেখে হাসবে,
ভেংচি কাটবে--
আর নপুংসক বিধাতা--!!
নিমেষেই চলে যাবে পর্দার আড়ালে--
চক্ষুলজ্জা বলে কথা আছে তো--!!


১৯/১২/২০২০ ইং