তেলের সাথে জল মিশিয়ে
লক্কড়-ঝক্কড় গাড়ি,
তুমুল বেগে চলছে ছুটে
যাত্রীদের মন হাঁড়ি।


চালকের নেই কোন চিন্তা
চালায় খুশি মনে,
কখন উল্টে যাবে গাড়ি
যাত্রী প্রমাদ গনে।


খালাসিরা দারুন চতুর
চালক-কে দেয় ফাঁকি,
বাঁচবে তারাই যারা তাদের
মস্তবড়ো সাকি।


চালকও নয় মোটেই বোকা
জানে সকল কিছু,
নিজের যষ্টি সাগরেদ রক্ষায়
চায় না হটতে পিছু।


পড়ুক গাড়ি খাদে কিংবা
ডুবুক পচা নর্দমায়,
গদি রাখতে চালক সাহেব
বেসুরা গান নিত্য গায়।


যাত্রীবেশী আমজনতা
মরলে কিবা আসে যায়,
বাঁচে যদি খালাসি ভাই
বাঁচবে যে তার গদি হায়!


মুখে বলে, পার পাবে না
করবে যারা অপরাধ,
কিন্তু তাদের রক্ষা হেতু
করছে তা, যা করার সাধ।


এমনি করেই চলছে গাড়ি
আমজনতায় দিয়ে বাঁশ,
চালক সাহেব দারুণ সুখে
করছে মধুর কলহাস।


০৩/০৭/২০২১ ইং