বিগত যৌবনা সিংহের সাথে জোট করেছে ধূর্ত শিয়াল
ভাগাড়ের সন্ধানে উড়তে থাকা সুযোগসন্ধানী শকুনকে
জোট সঙ্গী হওয়ার আহ্বান জানায় শিয়াল পণ্ডিত
নিমেষেই শকুন মিশে যায় জোটে
রক্তচোষা জোঁকের মতো--


গল্পটা তাহলে খুলেই বলি--
দীর্ঘদিন ছোট্ট জঙ্গলের রাজা ছিলেন শিবরাম পণ্ডিত
চেলা-চামুণ্ডারা গুণ্ডাগিরি করে লোপাট করেছে
গাছের সবুজাভ পত্র-পল্লব পর্যন্ত--
ঝোড়ো ব্যাটিং করে দিনবদলের অঙ্গীকারবদ্ধ হয়ে
ওদের হটিয়ে আবির্ভাব ঘটে হিংস্র হায়নার--
মোটামুটি লম্বা সময় ধরে তার চামুণ্ডারাও
সাবাড় করে দেয় অরণ্যের পত্রহীন বৃক্ষের ডালপালাও--


হৃত যৌবনা সিংহকে গদিচ্যূত করে
বৃহৎ অরণ্যের বর্তমান রাজা টাইগার--
দোর্দণ্ড প্রতাপে দাপিয়ে বেড়াচ্ছে সর্বত্র--
এবার দৃষ্টি নিক্ষেপ করেছে পত্র-পল্লব ও
ডালপালাহীন বিবর্ণ জঙ্গল পানে--


দিশেহারা হিংস্র হায়না--
তার বশংবদ অনুগামীরা দৃষ্টি ফিরিয়েছে
ভাগাড় সন্ধানী শকুনের দিকে--
করোনার প্রাক্কালে যিনি মুনাজাত করে বলেছিলেন--
করোনায় আমাদের কিচ্ছু হবে না--
মারা যাক পঞ্চাশ কোটি বিধর্মী--
অতঃপর আমরাই হব--
কী নিদারুণ খায়েস--!!


চিরকাল মানবতাবাদ এবং সাম্যবাদের
জয় ডঙ্কা পিটানো ধূর্ত শিয়াল
ভাগাড় সন্ধানী শকুনের পদলেহন করছে
আর চরণামৃত পান করছে
নীতি ও আদর্শকে বিসর্জন দিয়ে--


হায়, সেলুকাস--! তুমি কোথায়--?
লজ্জা পেয়ো না--!
চক্ষু বন্ধ রাখো--!
চলছে তুমুল খেলা--!


অংক কষছে তিন মহেশ্বরের জোট--
গোমড়া মুখে হাপিত্যেশ করছে হিংস্র হায়না--


আর মিটিমিটি হাসছে প্রতাপশালী ব্যাঘ্র--


০৩/০৩/২০২১ ইং